Welcome to Sheba Online Bangladesh Ltd.শপিং ভাউচার মূলত একটি পণ্য/সেবা ক্রয়ের ডিসকাউন্ট অফার। শপিং ভাউচার মূলত একজন ক্রেতাকে পুনরায় পণ্য/সেবা ক্রয়ের ক্ষেত্রে ডিসকাউন্ট অফার করে থাকে। শপিং ভাউচার ব্যবহার পদ্ধতি : যদি কোন ক্রেতার আইডিতে শপিং ভাউচার থাকে তাহলে সে পুনরায় পণ্য/সেবা ক্রয়ের ক্ষেত্রে ক্রয় মূল্যের উপরে ১০% হারে শপিং ভাউচার এড করতে পারবে এবং বাকি ৯০% ক্যাশ টাকা প্রদান করতে হবে।